Update
পরিক্ষার ফি বিকেয়া পরিসশোধ করে রুটিন ও প্রবেশপত্র সংগ্রহ করার নোটিশ
19 Mar 2025
Subject: পরিক্ষার ফি বিকেয়া পরিসশোধ করে রুটিন ও প্রবেশপত্র সংগ্রহ করার নোটিশ

<p>এতদ্বারা অনুপম কোচিং - এর সকল শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার হতে ২য় থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ১ম পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলক মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। পরিক্ষার ফি ও সমূদয় বকেয়া পরিশোধ করে পরীক্ষার রুটিন ও প্রবেশপত্র সংগ্রহ করার জন্যা নির্দেশ প্রদান করা হলো। </p><p> পরিচালক,</p><p> অনুপম কোচিং </p>